খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি জাতীয় নিরাপত্তা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি জঙ্গিবিমান।
অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে ইসরাইলি সীমানায় রকেট হামলার জবাবে ইহুদিবাদী ইসরাইল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
একটি বিমান হামলা চালানো হয় গাজার উত্তরে জাবালিয়া উদ্বাস্তু শিবিরে। এতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে মেডিকেল সূত্র।
অন্য হামলাটি চালানো হয় গাজা শহরের পূবের জৈতুন এলাকার পাশের একটি ঘাঁটিতে।
তৃতীয় হামলাটি হয় গাজা উপত্যকার বৈইত হানুন এলাকার একটি ফাঁকা মাঠে।
শুক্রবার গাজা থেকে ইসরাইলের ডেরোট এলাকায় একটি রকেট হামলা চালানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসলামিক স্টেটের সাথে সংশ্লিষ্ট ব্রিগেড অব ওমর হাদিদি এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে আল আকসা মসজিদে ইহুদিবাদী আগ্রাসন নিয়ে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।