Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
30সীমিত সম্পদ ও প্রযুক্তি দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ এখন আর বিশ্বের দিকে তাকিয়ে নেই।
কয়েক সপ্তাহের মধ্যে উন্নয়নের নতুন লক্ষ্যমাত্রা এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-২০৩০ গ্রহণ করতে যাচ্ছে বিশ্ব। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট-এ একটি নিবন্ধ লিখেছেন। শুক্রবার প্রকাশিত ওই নিবন্ধে তিনি এই মন্তব্য করেন।
নিবন্ধে তিনি জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাব, এটি মোকাবিলায় বাংলাদেশের সরকার ও বিশ্ব সম্প্রদায়ের গৃহীত পদক্ষেপসহ নানা বিষয় তুলে ধরেন।
তিনি নিবন্ধে লেখেন, আসন্ন প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু চুক্তি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-’ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দিকে বিশ্ব এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কিন্তু বাংলাদেশকে বাঁচাও বলে বিশ্বের দিকে তাকিয়ে নেই আমরা। নিজেদের সীমিত সম্পদ ও প্রযুক্তি দিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে লড়াই করছি।
নিবন্ধে বলা হয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাবের দিক দিয়ে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। বাংলাদেশ বিশ্বের একটি ঘণবসতিপূর্ণ দেশ। প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার ২১৮ জন বাস করে। আমাদের আবাদি জমির পরিমাণও খুবই কম। এরপরও আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। চরমভাবাপন্ন আবহাওয়ার নানা রূপ, জোয়ার এবং অনিয়মিত বৃষ্টিপাত দেশে কৃষি উৎপাদন, শিল্পের উন্নয়ন ও সামাজিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্বের হাজার হাজার লোক পরিবেশ শরণার্থী হয়ে পড়বে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশের ভুমিকা উপেক্ষিত রয়ে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আরো খারাপ অবস্থা সৃষ্টি হবে।
গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এক-পঞ্চমাংশ দেশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ৩০ মিলিয়ন লোক গৃহহীণ হয়ে পড়বে। জীববৈচিত্র্য, খাদ্য, পানি, স্যানিটেশন এবং মৌলিক অবকাঠামোর ওপর ক্ষতিকর প্রভাব পড়বে।
বাংলাদেশ জলবায়ু পরবর্তন মোকাবিলায় উদাহরণ তৈরি করেছে নিবন্ধে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এ বছর চ্যম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার বাংলাদেশের জলবায়ু মোকাবিলার প্রচেষ্টা সবার দৃষ্টি আকর্ষণ করবে। অন্যান্য দেশের সঙ্গে আমাদের এই অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত আমরা। উন্নত দেশগুলোকে এই বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে এ পুরস্কার তাদের উৎসাহিত করবে। পলিসির অংশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক কার্যক্রম গ্রহণ করেছে। এমন উদাহরণ অনেক রয়েছে।
তিনি আরো লেখেন, আমরা বাংলাদেশের দক্ষিনাঞ্চলকে রক্ষায় উপকূল অঞ্চলে গ্রিনবেল্ট প্রজেক্ট কর্মসূচি হাতে নিয়েছি। গ্রামগুলোতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছি। প্রযুক্তির সাহায্যে প্রতিকূল পরিবেশেও আমরা খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।