Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
38বাংলাদেশ একটি পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য (অব.) লে. জে. মাহবুবুর রহমান। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মাহবুবুর রহমান বলেন, শিশু থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন। হত্যা, খুন, রাহাজানি, শিশুনির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ সংকট গণতন্ত্রের সংকট। এ সংকটের সৃষ্টি হয়েছে ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনে; যে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার ওপর বিরাট আঘাত করা হয়েছে। তিনি বলেন, এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার; যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এর বাইরে গোঁজামিলের রাজনীতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারী।