Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bkgjmngrtilfখোলা বাজার২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। দেশে জঙ্গি তৎপরতার সাম্প্রতিক ঘটনাগুলো সরকারের পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাতে কিংস্টোনে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতিদের সঙ্গে এ বৈঠককালে সাবেক প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বৈঠকে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, লুৎফুর রহমান ও আখতার হোসেন ছাড়াও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখায় প্রবাসী দলীয় নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে আপনাদের এ ভূমিকা অব্যাহত রাখতে হবে।
বর্তমান সরকারের কাছে দেশ আজ জিম্মি- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, গুম, হত্যা, রাহাজানি আজ দেশে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় বিরোধী দলীয় কর্মীদের গুম করা হচ্ছে, ‘মিথ্যে মামলায়’ বিরোধী রাজনৈতিক নেতাদের নিক্ষেপ করা হচ্ছে কারাগারে।
ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। দেশে জঙ্গি তৎপরতার সাম্প্রতিক ঘটনাগুলো সরকারের পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন দু:সময়ে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, আজকে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন আদায়ে বর্তমান ‘অবৈধ’ সরকারকে বাধ্য করতে প্রতিটি প্রবাসীকে যার যার স্থান থেকে কাজ করতে হবে।
বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা সেকশন দিল্লিতে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে ভিসা সেকশন ঢাকায় ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে ক্যাম্পেইন করতে দলীয় প্রবাসী নেতাদের পরামর্শ দেন খালেদা জিয়া ।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই যে এই ‘অবৈধ’ সরকার ব্যর্থ, তার আরেকটি প্রমাণ, ব্রিটিশ ভিসা সেকশন দিল্লিতে সরিয়ে নেয়া।
স্থানীয় বিএনপি সহসভাপতিদের সঙ্গে বৈঠকের আগে বর্তমানে লন্ডন সফররত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন খালেদা জিয়া।