Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
42চলতি বছরের ২৪ আগস্ট লিবিয়ার নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ২৫ বাংলাদেশি শনিবার দেশে পৌঁছেছে। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার ভোরে ঢাকা পৌঁছে তারা। ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে ইসমাইল হোসেন জানান, ১৭ তারিখ তারা লিবিয়া থেকে যাত্রা শুরু করে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে যাত্রাবিরতির পর তারা বাংলাদেশের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। সে জানায়, ২৪ আগস্টের নৌকাডুবির ঘটনায় ৬০০ যাত্রীর মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশি ছিলেন। ফিরে আসার কথা রয়েছে আরও দুই বাংলাদেশির। তবে তারা ফিরে আসতে চায় না বলেও জানায় ইসমাইল। ফোনে লিবিয়ায় বাংলাদেশি কাউন্সেলর এ এস এম আশরাফুল ইসলাম জানান, ২৭ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই শরিয়তপুর ও মাদারিপুর জেলার অধিবাসী। ফিরে আসা অভিবাসীরা জানায়, জার্মান এবং বাংলাদেশি দালালদের সহায়তায় অসংখ্য বাংলাদেশি লিবিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে জার্মানি ও ইতালিতে পাড়ি দেয়ার চেষ্টা করে। ওই দিনের দুর্ঘটনা নিয়ে ইসমাইল জানিয়েছে, মৃত ২৫০ জনের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা রওনা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ভূমধ্যসাগরে এ দুর্ঘটনা ঘটে। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য তারা প্রত্যেকেই দালালদেরকে প্রায় ৩ লাখ টাকা করে দেয়। এর আগে চলতি বছরের আগস্টের ২৭ তারিখে প্রায় ৬০০ যাত্রী নিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা একটি নৌযান। নৌযানটি দুর্ঘটনার কবলে পড়লে নিহত হয় প্রায় ২৫০ অভিবাসী। ধারণা করা হয় ওই ৬০০ যাত্রীর মধ্যে কমপক্ষে ১০০ জন বাংলাদেশি ছিল। উদ্ধার হওয়াদের মধ্যে ২৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয় এবং তাদেরকে বাংলাদেশের প্রেরণের পদক্ষেপ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।