খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
দিনাজপুর শহরের রামনগর এলাকায় মখলেসুর রহমান ধোলা (২৭) নামে এক যুবককে হত্যার পর মরদেহ পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, আজ শনিবার সকাল ১১টায় রামনগর মাঠের এক পাশে জঙ্গলের পরিত্যক্ত এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.খালেকুজ্জামান। তিনি জানান, মখলেসুর রহমান ধোলা রামনগর এলাকার মোহাম্মদ দুলু মিয়ার ছেলে। তিনি রামনগর মোড়ে পান-সিগারেটের দোকান করতো। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কে বা কারা কোন এক সময় তাকে হত্যা করে গোপন করার উদ্দেশ্যে মরদেহ পুড়িয়ে দিয়েছে।