খোলা বাজার২৪, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫॥ নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব সুরাইয়া বেগম বলেছেন, আমাদের পবিত্র ইসলাম ধর্মের যাকাত প্রদানের সাথে জনগনের করের সামঞ্জস্য রয়েছে। এক জন ভিক্ষুকও ইনডাইরেক্ট ভাবে কর দিয়ে থাকেন।
তিনি শুক্রবার সকালে নরসিংদী পৌর মিলনায়তনে নরসিংদী জেলা আয়কর মেলা ও উপজেলা ভ্রাম্যমান আয়কর মেলা ২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অধ্যাপিকা স্নিগ্ধ্যা বাউলের সঞ্চালনায় কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার ওয়াহিদুল্লাহ খান, চেম্বার প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, সাবেক চেম্বার প্রেসিডেন্ট একে ফজলুল হক, আয়কর আইনজীবী সমিতির সভাপতি রাজিউদ্দিন আহম্মেদ,, বাবু নীহার রঞ্জন সাহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রশিদ তালুকদার।
প্রধান অতিথি বরেন, ১১ লাখ করদাতা রয়েছে যা খুবই কম। অনেকে সচেতনতার জন্য কর প্রদান করেনা। সভ্যতা বিকাশের জন্য আভ্যন্তরীন উৎস থেকে আয় করতে হবে। দেশের উন্নয়নের জন্য প্রতিটি নাগরীকের উচিৎ কর প্রদান করা। আয়কর মেলায় ৪টি বোর্থ স্থাপন করা হয়।