Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
54নানা নাটকীয়তার পর অবশেষে নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। শুক্রবার বিশ্বের ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এর কাছে নেইমারের নিষেধাজ্ঞা কমানোর জন্য সিবিএফ আপিল করলো। গেল জুনে কোপা আমেরিকার ম্যাচে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। ওই ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজানোর পর নেইমার বলে জোরে কিক নেন। সেই বল গিয়ে লাগে কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আরমেরোর গায়ে। সঙ্গে সঙ্গে কলম্বিয়ার খেলোয়াড়েরা ঘিরে ধরেন নেইমারকে। কলম্বিয়ার বাক্কা এসে নেইমারকে ধাক্কা মারেন। পরে নেইমার আর বাক্কা দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনায় প্রথমে নেইমারকে এক ম্যাচের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল)। পরে কনমেবলের শৃঙ্খলা কমিটি আবার বৈঠকে বসে। বৈঠকে নেইমারের শাস্তির মেয়াদ বাড়িয়ে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। সঙ্গে ১০ হাজার ডলার জরিমানাও করা হয় ব্রাজিল তারকাকে। অপরদিকে কলম্বিয়ার খেলোয়াড় বাক্কাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও ৫ হাজার ডলার জরিমানা করা হয়। কোপা আমেরিকার সময় নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রথমে আপিল করার চিন্তা-ভাবনা করেছিল সিবিএফ। তবে সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ায় পরে আপিলের সিদ্ধান্ত থেকে সরে আসে। কোপা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ মিস করা নেইমার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচেও অংশ নিতে পারবেন না। তবে এখানেই আপত্তি সিবিএফ’র। সিবিএফ’র দাবি, নেইমার কোপা আমেরিকায় যেই অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি সেই টুর্নামেন্টেই তার ভোগ করা উচিত, অন্য কোনো আসরে বা টুর্নামেন্টের ম্যাচে নয়। আগামী মাসের শুরুতে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল মুখোমুখি হওয়ার আগেই সিএএস এই আপিলের রায় শোনাবে। প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আগামী ৮ অক্টোবর স্বাগতিক চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৩ তারিখে ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দিবে সেলেসাওরা। কোপা আমেরিকায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হওয়া বার্সা ফরোয়ার্ড নেইমার দুটি ম্যাচেই নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।