Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
64নেত্রকোনা সদর উপজেলায় হজযাত্রীবাহী একটি বাস উল্টে রাস্তার পাশের দোকানে উঠে পড়ে। এ সময় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ শনিবার দুপুরে উপজেলার বাগড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু মিয়া (৩৪) ওই বাসের চালকের সহকারী, তাঁর বাড়ি উপজেলার নুরুলিয়া গ্রামে। জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাগড়া বাজারের দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসটি উল্টে পাঁচটি দোকান ভেঙে ফেলে। দোকানগুলোতে থাকা অন্তত ১৫ জন আহত হন। বাসটিতে চল্লিশা ইউনিয়নের ১২ জনসহ মোট ৩৩ জন হজযাত্রী ছিলেন। হজযাত্রীদের সন্ধ্যা ৭টার বিমান ধরতে অন্য একটি বাসে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এসপি। নেত্রকোনা জেলা দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার করে গুরুতর আহত চল্লিশা এলাকার হজযাত্রী আবুল মিয়া (৫৫), হাবলু মিয়া (৫০), ইউনুস (৪৫), নয়ন মিয়া (৪৫), শুক্কুর আলীসহ (২২) ১৫-২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।