খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর কদমতলীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মো. সোহেল (২২) নামে ওই যুবককে কদমতলীর একটি বাসার ছাদে নিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকার ৬৭৪নং ঋিষিপাড়ার একটি বাসার দ্বিতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ওই যুবকের মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটুকু জানা গেছে বাসাটি যুবকের নয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার স্যালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।