খোলা বাজার২৪, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫॥ প্রথম দু’ম্যাচ শেষে ১-১ সমতা বাংলাদেশ ও ভারত ‘এ’ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। তাই আগামীকালের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল দু’দলের কাছে। আর ঐ অঘোষিত ফাইনাল জিতে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।
হার দিয়েই ভারত সফর শুরু করেছিলো বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে সিরিজের প্রথম ম্যাচে ৯৬ রানের ব্যবধানে হার মানে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান করে ভারত।
উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও মিডল ও লোয়ার-অর্ডারের দৃঢ়তায় বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। সনজু স্যামসনের ৭৩, গুরকিরাত সিং-এর ৬৫ ও ঋষি ধাওয়ানের ৫৬ রান করেন। বাংলাদেশের পক্ষে শফিউল ও নাসির ২টি করে উইকেট নেন।
৩২৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’ দল। স্কোর বোর্ডে ৮৭ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। রনি তালুকদার ১৩, সৌম্য সরকার ৯, আনামুল হক ০, মোমিনুল হক ১৯ ও সাব্বির রহমান ২৫ রানে আউট হন।
উপরের সারির সেরা পাঁচ ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন উইকেরটরক্ষক লিটন দাস ও নাসির হোসেন। ষষ্ট উইকেটে এই দু’জন ১২০ রান যোগ করেন। তাদের এই জুটি শুধুমাত্র দলের হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত লিটন ৭৫ বলে ৭৫ ও নাসির ৭১ বলে ৫২ রান করে বিদায় নিলে ২২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে সফল হয় বাংলাদেশ ‘এ’ দল। সহ-অধিনায়ক নাসির হোসেনের নান্দনিক অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হারের ঢেঁকুর তুলে ভারত। প্রথমে ব্যাট করা বাংলাদেশ এদিনও শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। রনি তালুকদার ০, সৌম্য সরকার ২৪, আনামুল হক ৩৪, মোমিনুল হক ৩ ও সাব্বির রহমান ১ রানে আউট হন।
এরপর প্রথম ওয়ানডের মত আবারো ষষ্ট উইকেটে দলের হাল ধরেন লিটন ও নাসির। এই দু’জনের কাছ থেকে এবার দল পায় ৭০ রান। ব্যক্তিগত ৪ রানে লিটন বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের ইনিংসকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন নাসির।
তাতে সেঞ্চুরির স্বাদও পান নাসির। শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থাকেন নাসির। তার ৯৬ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কার মার ছিলো। ফলে বাংলাদেশের ইনিংস গিয়ে পৌছায় ৮ উইকেটে ২৫২ রানে।
২৫৩ রানের লক্ষ্যটাকে শুরুতে সহজই করে ফেলে ভারত ‘এ’ দল। কারণ এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেও ফেলে স্বাগতিকরা। তাতে সহজ জয়ের স্বপ্নই দেখছিলো ভারত। কিন্তু সেঞ্চুরিয়ান নাসিরের ঘূর্ণি ও রুবেল হোসেনের পেস আক্রমণে ভারত পরবর্তী ৮ উইকেট হারায় মাত্র ৬৮ রানে। ফলে ৬৫ রানে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই সাথে সিরিজে সমতাও আনে মোমিনুলের দল।
সিরিজে সমতা আনায় আত্মবিশ্বাসটা তুঙ্গেই রয়েছে বাংলাদেশের। তাই সিরিজ জয়ের নেশায় বিভোর নাসির-মোমিনুলরা। তবে দ্বিতীয় ম্যাচের মত তৃতীয় ওয়ানডেতেও পারফরমেন্সের আলো ছড়াতে হবে বাংলাদেশকে।
ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২২ সেপ্টেম্বর কর্ণাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল : মোমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।