Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
72বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, একাধিক পদে থেকেও একটি বাড়ির মালিক হতে পারিনি। আমার জীবনে দুর্নীতি কাকে বলে এটা বুঝি না, যদি বুঝতাম তাহলে অনেক বাড়ি-গাড়ির মালিক হতে পারতাম। শনিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ কমিটি আয়োজিত নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমার সেই পুরনো বাড়িতে একটি মাত্র টিনের ঘর। এই বাড়িতে থেকেই নগরকান্দা-সালথার মানুষের জন্য কাজ করে আসছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার রেজাউর রহমান চয়ন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ রব মোল্যা প্রমূখ। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।