Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
80কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যে সরকার পুলিশ দিয়ে এভাবে মানুষ হত্যা করে, সে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি দোষী পুলিশদের বিচার চাই না। আমি এই সরকারের বরখাস্ত চাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে পুলিশ দিয়ে সাধারণ মানুষ হত্যা করে এই সরকার তথা ১৪দল এখানে তাদের প্রার্থী দেয়ার নৈতিকতা হারিয়েছে। তিনি আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের গুলিতে ৩জন সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা পরিদর্শন শেষে ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বেতডোবা ফাতেমা হালিম উ”চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ হাসান আলী রেজা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সদস্য আজাদ সিদ্দিকী, টাংগাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রফিক, সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আঃ হালিম সরকার, সাধারন সম্পদক মীর জুলফিকার আলী, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া ও টাঙ্গাইল জেলা, ঘাটাইল ও কালিহাতী উপজেলার কৃষক শ্রমিক জনতালীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী আরো বলেন, কালিহাতীর উপ-নির্বাচনে গামছা মার্কায় ভোট দিয়ে সরকারের নির্যাতনের জবাব দিন এবং লতিফ সিদ্দিকীকে যারা চোখের জলে বুক ভাসিয়েছে গামছায় ভোট দিয়ে তার প্রতিশোধ নিন। দমন পীড়ন ও নির্যাতন করে করে কেউ রাষ্টীয় ক্ষমতায় টিকে থাকতে পারে নাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পারবেনা। গুলি করবে পুলিশ আর আসামী হবে নিরীহ জনগন তা হবে না। তিনি বলেন, আমরা নারীর সম্ভ্রমহানির জন্য যুদ্ধ করি নাই নারীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করেছি। তাই নারী নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যেখানে ছেলের সামনে মাকে অপমান করা হয়েছে সেখানে অপরাধীর পক্ষ নিয়ে পুলিশ তিনজন নিরীহ মানুষকে গুলি করে মেরেছে। তাই এর বিচার হতেই হবে। পুলিশের গুলিতে কালিহাতী ও ঘাটাইলে তিন জন নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও শাস্তি দাবি করেন তিনি। উক্ত জনসভায় ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেন।