খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী দেশি-বিদেশি ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর সেবার উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সম্প্রতি রুলসহ এ আদেশ দেয়। জাতীয় রাজস্ব বোর্ড ২০০৯-২০১০ অর্থবছর থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের জন্য ভ্যাট সংগ্রহকারী কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর ২৮ জুলাই বেবিচকের এটিএস এবং অ্যারোড্রমস বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদ হোসেন মুরাদির সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারলাইন্সগুলোকে ২০০৯-১০ অর্থবছর থেকে অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। এমন সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যামিরেটস এয়ারলাইন্সসহ নয়টি সংস্থা ও দুই যাত্রী পৃথক দুটি রিট করে, যেগুলোর প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেয় আদালত। আদালতে সংস্থাগুলোর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুই যাত্রীর পক্ষে রিটে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী। ১৫ শতাংশ ভ্যাট আরোপের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা কেন ভ্যাট আইনের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান শাহ মঞ্জুরুল হক।