Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
pic 3বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সকল শিল্পীদের সন্মানী বৃদ্ধি ও বেতারে কর্মরত অনিয়মিত যন্ত্রবাদক শিল্পীদের চাকুরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থা’র ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বেতারের শিল্পীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার সভাপতি মুসা রাখাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সবক্ষেত্রে বর্তমান সরকার আন্তরিক তাই আমরা আশা করছি আমাদের দাবি মেনে নিবেন।