খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। শুধু সময়টা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিৎ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ডের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কেরি।
কেরি বলেন, “গত প্রায় দেড় বছর ধরে আমরা ক্রামগত বলে যাচ্ছি, আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু কখন এবং কিভাবে সেটা আলোচনা করতে হবে।”
রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানে আসাদকে চাপ দেয়ার জন্য রাশিয়া ও ইরানকে আহ্বান জানান কেরি।
কেরি বলেন, “আমাদের আলোচনা করা প্রয়োজন। আমরা এটাই চাইছি। আমরা আশা করছি রাশিয়া ও ইরান এবং অন্যান্য দেশ যারা আসাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম তারা রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানে সাহায্য করবে। কারণ সিরিয়ার সমস্যা সমাধান করতে চাইলে এটাই উপায়।”
“আমরা মধ্যস্থতার জন্য প্রস্তুত। আসাদ কী মধ্যস্থতার জন্য প্রস্তুত, সত্যি প্রস্তুত। রাশিয়া কী তাকে (আসাদকে) আলোচনার টেবিলে নিয়ে আসতে প্রস্তুত।”
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে আসাদ বাহিনীকে সাহায্য করছে রাশিয়া। রাশিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে হামন্ড মনে করেন সিরিয়ায় রাশিয়ার সেনাবাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলবে।
“অনেক বড় সমস্যা হিসেবে এখন এটা আমাদের আলোচনা করা উচিৎ। ইউরোপে শরণার্থীর চাপ, সিরিয়ায় মানবতার সঙ্কট এবং সেইসঙ্গে আইএসআইএলকে প্রতিহত করতে এটা করতে হবে।”