খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
লিবিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে আরও সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার পরিচালিত ২০টি অভিযানে ৮টি বড় ও ১২টি ডিঙি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা ইরিত্রিয়া, নাইজেরিয়া, সিরিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগিরক। এসময় এক নারীর মৃতদেহও উদ্ধার করা হয়।
এতে আরও জানানো হয়েছে, ওইসব অভিবাসীরা ভূমধ্যসাগরে ভেসে বেড়াচ্ছিল। এছাড়া অভিবাসী উদ্ধারে আরেক দফা অভিযান চালান হচ্ছে।
এর আগে শুক্রবার ১০২ জন অভিবাসী ও ৭ জনের মৃতদেহ উদ্ধার করে লিবিয়া কর্তৃপক্ষ। এছাড়া ১ হাজার ১৩ জনের উদ্ধারকাজে সমন্বয় করার কথা জানায় ইতালির কোস্ট গার্ড।
এছাড়া একই দিনে ইউরোপমুখী আরও ১২৪ জন লিবিয়ার কোস্ট গার্ডের হাতে আটক হন।