খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
লেবানন আর জর্ডানের আশ্রয় শিবিরগুলোতে থাকা শরণার্থীদের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি ডলার সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়া আর জার্মানি।
জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ওই আশ্রয় শিবিরগুলোর করুণ অবস্থাই সেখানকার শরণার্থীদের ইউরোপে ঠেলে দিচ্ছে। তাই এসব দেশের জরুরি সহায়তা প্রয়োজন যাতে তারা ক্যাম্পের উন্নয়ন করতে পারে।
জাতিসংঘের হিসাবে, জর্ডানে অন্তত ৬ লাখ আর লেবাননে ১০ লাখের বেশি সিরিয় শরণার্থী রয়েছে। বেশ কিছুদিন ধরেই জাতিসংঘ বলছে, তহবিল সংকটের কারণে এসব শিবিরে অনেক সাহায্য প্রকল্প তারা বন্ধ করে দিয়েছে।
সেখানকার মানবেতর পরিস্থিতিই শরণার্থীদের ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাতে উৎসাহিত করছে।
এদিকে এখনো ইউরোপে অব্যাহত রয়েছে শরণার্থী স্রোত। শনিবারে, একদিনেই, অস্ট্রিয়াতে এসেছে অন্তত হাজার দশেক মানুষ। তাদের অনেককে বাসে করে হাঙ্গেরি পৌঁছে দিয়েছে ক্রোয়েশিয়া আর পরে আবার তাদের বাসে করে অস্ট্রিয়া সীমান্তে পাঠিয়েছে হাঙ্গেরি কর্তৃপক্ষ।
এদিকে, লিবিয়া উপকূল থেকে অন্তত পাঁচ হাজার শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে বহুজাতিক কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত একটি উদ্ধার অভিযান টিম। এরা সবাই সাগর পথে ইউরোপে আসার চেষ্টা করছিলো।