খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
আয়কর মেলার চার দিনে মোট এক হাজার ১০০ কোটি টাকার কর আদায় হয়েছে। সর্বশেষ চতুর্থ দিন শনিবার আদায় হয়েছে ১৯৩ কোটি টাকা।
রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলা থেকে এই কর আদায় হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, চতুর্থ দিন শনিবার সারা দেশের আয়কর মেলাগুলো থেকে মোট এক লাখ ৪৩ হাজার জন সেবা গ্রহণ করেছেন। আয়কর রিটার্ন দাখিল করেছেন ২৬ হাজার ৭৯৬ জন। কর আদায় হয়েছে ১৯৩ কোটি ৩ লাখ টাকা।
বুধবার সকালে ঢাকার অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।
মেলার প্রথম দিন ১৫৩ কোটি টাকার কর আদায় হয়েছিল। দ্বিতীয় দিনে তা প্রায় তিনগুণ বেড়ে হয় ৫২৭ কোটি টাকা। তৃতীয় দিন শুক্রবার আদায় হয় ২২৩ কোটি ৬০ লাখ টাকা। আর শনিবার হয়েছে ১৯৩ কোটি ৩ লাখ টাকা।
সবমিলিয়ে চার দিনে মোট কর আদায় হয়েছে এক হাজার ৯৬ কোটি ৬১ লাখ টাকা।।
সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে ঢাকার আয়কর মেলা শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।
তবে বাকি তিন দিন অর্থ্যাৎ রবি, সোম ও মঙ্গলবার মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এ মেলার আয়োজন চলছে।
ঢাকা ও বিভাগীয় শহরে এই মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত; জেলা শহরে চারদিন এবং উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ মেলা হচ্ছে।
গত বছরের মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আয়কর বিবরণী দাখিল করেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন।