Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
19প্রতিপক্ষের জালে গোল উৎসব করা হয়নি, তবে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রানাদাকে একমাত্র গোলে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রাফায়েল বেনিতেসের শিষ্যরা।
সবশেষ তিন ম্যাচে ১৫ গোল করা ছাড়াও গ্রানাদার সঙ্গে শেষবারের দেখায় ৯-১ ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস ছিল। সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত ফর্ম; গত দুই ম্যাচে তিনি একাই করেন আট গোল। তার ওপর পর্তুগিজ এই ফরোয়ার্ডের সামনে ছিল রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ার হাতছানি।
এসবের ভিড়ে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা তো ছিলই। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ম্যাচের শুরু থেকে রিয়ালের আক্রমণভাগ খেলছিলও বেশ। প্রথম দিকে দলের সেরা তারকা রোনালদোকে অবশ্য কিছুটা লড়াই করতে হয়। তবে করিম বেনজেমা-ইসকো-লুকা মদ্রিচরা সেটা ভালোই পুষিয়ে নিচ্ছিলেন।
ঊনবিংশ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেন রোনালদো। তবে তার ডান পায়ের শটটি ঠেকিয়ে দেন গ্রানাদা গোলরক্ষক। আট মিনিট পর ম্যাচের এ পর্যন্ত সবচেয়ে ভালো সুযোগটি পান তিনবারের বর্ষসেরা তারকা। গোল করার মতো জায়গাতেই ছিলেন তিনি, কিন্তু শট না নিয়ে তিনি পাস দেন বেনজেমাকে। সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি এই স্ট্রাইকার।
দুই মিনিট পর আবারও একই ধরনের সুযোগ আসে রোনালদোর সামনে। এবারও তিনি শট না নিয়ে পাস দেন পাশে ছুটে আসা মদ্রিচকে। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারও দলকে সাফল্য এনে দিতে পারেননি।
৩৬তম মিনিটে রোনালদোর জন্য বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ইসকোর ক্রসে নেওয়া তার শট ভাগ্যের ফেরে ফিরে আসে।
তিন মিনিট বাদে দারুণ এক প্রতি আক্রমণ থেকে রিয়ালকে চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল গ্রানাদা। গোলমুখে বল পেয়ে যান ইসাক সাকচেস, কিন্তু রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় গোল পাননি তিনি।
৪০তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইসকো রিয়ালকে এগিয়ে দেওয়ার সহজ সুযোগ নষ্ট করলে গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর সমর্থকদের উল্লাসে ভাসাতে দেরি করেনি স্বাগতিকরা। ৫৫তম মিনিটে মদ্রিচের আড়াআড়ি পাস পেয়ে ইসকোর দেওয়া ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান বেনজেমা।
৬১তম মিনিটে আরেকটি প্রতি আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল গ্রানাদা। কিন্তু এবারও তারা গোলরক্ষক নাভাসের বাধা এড়াতে ব্যর্থ হয়।
বাকি সময়েও মাঠে আধিপত্য ধরে রাখে রোনালদো-মদ্রিচরা। ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু সাফল্য মেলেনি।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৯, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।