Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
37এটা বছরের চমৎকার একটা সময়। উৎকট গরমটা প্রায় চলে গেছে, মাঝে মাঝেই আকাশ গলে নেমে আসছে জল। ঝিরি ঝিরি বৃষ্টিতে গাছপালা ধুয়ে মুছে পরিষ্কার। সকালে ঘুম থেকে উঠলেই একটা মুগ্ধতা কাজ করে। এক কাপ কফি নিয়ে বেলকুনিতে দাঁড়ালেই দু’চোখভরে নেমে আসে মুগ্ধতা।
কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, যখনি মনে পরে অফিসের কথা। তখন, তাড়াহুড়া, রাস্তার কাঁদা, জ্যম সবকিছু মিলিয়ে বৃষ্টিকেই মন্দ লাগতে শুরু করে। সে যাই হোক, এতো সব কিছুর পরও মাঝে মধ্যেই মনের ভিতরটা একটু আনচান করে উঠে। হতে পারে এই বর্ষা মৌসুমে আপানি কাছে চাইছেন কাউকে! মেনে নিতে কষ্ট হচ্ছে? তাহলে নিচের বিষয়গুলোর সাথে নিজেকে একটু মিলিয়ে নিন।
১। আপনি সারা গ্রীষ্মকাল জুড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। কিন্তু যখন তুমুল বৃষ্টি হয় আপনি ফেবুকে জ্যাম ও কাঁদার জন্য বৃষ্টকে দায়ী বলে স্ট্যাটাস দিয়ে থাকেন।
২। বাইরের আবহাওয়া খুব সুন্দর কিন্তু যখন আপনি কর্মক্ষেত্রে আটকে গেলেন খুব খিটখিটে হয়ে উঠলেন।
৩। এই বর্ষায় সপ্তাহান্তের জন্য দূরে কথাও ঘুরতে যাওয়ার জন্য চমৎকার সময়। যাওয়ার জন্য সবকিছু গোছগাছ করলেন কিন্তু রাতে ভাবলেন আপনার মতো ওনেকেই এমনটা ভাবছে। তাই যাওয়াই বন্ধ করে দিলেন।
৪। ৩০ মিনিট ধরে মেকআপ করে বাইরে বের হলেন, কিন্তু বাইরে বেরুনোর পর আদ্রতার ৫ মিনিটেই মেকআপ নষ্ট হয়ে গেলো, একারণে আপনি বর্ষাকে গালাগাল করতে লাগলেন।
আপনার সাথে যদি উপরের বিষয়গুলো মিলে যায়, তাহলে আপনি রোমান্টিক ঋতু খুব ভালোবাসেন কিন্তু আপনি এটাকে অপছন্দ করেন কারণ আপনার সাথে এই সুন্দর মুহুর্তগুলো ভাগ করে নেওয়ার কেউ নেই। তাই খুব দ্রুত বেঁছে নিন পছন্দমতো একজন জীবন সঙ্গী, যার সাথে ভাগ করে নেবেন জীবনের ভালো ও মন্দ লাগার মুহুর্তগুলো।-সূত্র: ইন্ডিয়া টাইমস।