খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করার ইতিহাস অতি প্রাচীন। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটের কারণে এই বিষয়টি আবারো আলোচনায় এসেছে।
তবে এবার পাওয়া গেলো নতুন খবর। ব্রাজিলে এনকুজিলাদা নামের এমনই একটি শহর রয়েছে যেখানে র্যাফল বা বিঙ্গোর মতো খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় কুমারী কিশোরীদের!
মেইল অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাজিলের এনকুজিলাদা শহরে পুরুষরা র্যাফল টিকিটই কেনেন যাতে জিতে কুমারী কিশোরীদের সঙ্গে সহবাসের সুযোগ পান। টিকিটের দাম ৫০০ টাকা।
র্যাফল বা বিঙ্গোর খেলায় প্রথম হলেই পুরস্কার স্বরূপ পেয়ে যেতে পারেন কোনও কুমারী কিশোরী। এই মুহূর্তে দেহব্যবসায় শিশুদের সংখ্যায় সারা বিশ্বে ব্রাজিলের স্থান দ্বিতীয়। এনকুজিলাদা ব্রাজিলের পিছিয়ে পড়া শহরগুলির একটি।