খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টম হাউজ কর্তৃপক্ষ।
রোববার সকাল ৯ টায় ফয়সাল হোসেন নামে এই যাত্রীর জুতার সুকতলা (সোল) থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা। জুতার সুকতলার ভিতর টেপ দিয়ে আটকানো ছিলো স্বর্ণের বার গুলো।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি টাকা
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, যাত্রী ফয়সাল হোসেন শুক্রবার সকালে আবুধাবি থেকে আসা ই.কে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রী আসে ফয়সাল হোসেন । বিমানবন্দরের গ্রীন চ্যানের অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।