Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
45ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভুগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা। সেখানে এখন সময় লাগছে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে গরু ভর্তি ট্রাক যাতায়াতের যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো মহাসড়কের কোথায় গাড়ি চলছে অত্যন্ত ধীরগতিতে আবার কোথায় গাড়ি থেমে আছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে এই ট্রাক গুলো সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।
উত্তর বঙ্গের ১৬টিসহ ২৬টি জেলার যানবাহন চলাচল করে এ সড়কে। ঈদ উপলক্ষে বাড়তি যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়।