Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
57ক্রিমিয়ায় প্রায় ২৪০ বছরের পুরোনো এক বোতল ওয়াইন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে পান করানোর অভিযোগে ওই মদের কারখানার পরিচালকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউক্রেন।
শনিবার দেশটির সরকারি কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।
পুতিন ও বার্লুসকোনি চলতি মাসের শুরুর দিকে ক্রিমিয়ায় অবকাশযাপনে গিয়ে সেখানকার প্রাচীন নিদর্শন দেখতে বের হন। একপর্যায়ে তারা বিশ্বখ্যাত ওয়াইন উৎপাদনকারী কারখানা মাসান্ড্রাতে যান। সেখানে বহু বছরের পুরোনো ওয়াইনের বোতলের সংগ্রহ তাদের দেখান প্রতিষ্ঠানটির মালিক। এগুলোর মধ্যে একটি বোতল ১৭৭৫ সালে প্রিন্স মিখাইল ভরনসভের ব্যক্তিগত সংগ্রহশালার। বোতলটির দিকে ইঙ্গিত করে বার্লুসকোনি প্রশ্ন করেন – ‘এটা কি পান করা যাবে?’ জবাবে কারখানার মালিক এতে সম্মতি দেন।
ইউক্রেনের সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন, ওই ওয়াইনের বোতলটির দাম ৯০ হাজার ডলার। ২০০১ সালে একই ধরনের দুই বোতল ওয়াইন লন্ডনে এক নিলামে প্রায় ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
নাজার খোলদিনিস্কি নামে ইউক্রেনের এক সরকারি কৌঁসুলি বলেন, ‘এই ওয়াইন শুধু মাসান্ড্রা বা ক্রিমিয়া নয়, বরং ইউক্রেনের জনগণের ঐতিহ্যের অংশ।’
তবে ইউক্রেনের আইনজীবীরা মামলা করুন আর যাই করুন, ক্রিমিয়ায় আর তাদের আইন কার্যকর নয়। কারণ ২০১৪ সালের মার্চ থেকেই ক্রিমিয়া রাশিয়ার দখলে।