Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
68বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ওসি, এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ওসি ও এসআইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ওই আসামির মা ও দুই বোনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে রোববার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তারুজ্জামান। এদিকে ওই হামলার ঘটনায় আজ সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপপরিদর্শক (এসআই) জহির, কনস্টেবল মহিউদ্দিন, কামরুজ্জামান ও লাকি আক্তার। পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতরা হলেন হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি মামুন সরদারের (২৫) মা শাহনাজ বেগম ও মামুনের দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তার। আহত ওসি গোলাম সরোয়ার মোবাইল ফোনে জানান, আসামি মামুন সরদার বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মামুনের মা তার (ওসি) ডান হাত ও এসআই জহিরের হাতের আঙুলে দা দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এলে মামুনের বাবা মালেক সরদার ও দুই বোন তাদেরকে (পুলিশ সদস্য) রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সুযোগে মামুন পালিয়ে যান। পরে পুলিশের সংখ্যা বাড়িয়ে অভিযান চালিয়ে মামুন সরদারের মা ও তার দুই বোনকে আটক করা হয়।