খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
বন্ধুর জন্য কত কিছুই তো করে মানুষ! বন্ধুত্বের জন্য আত্মত্যাগের উদাহরণও পৃথিবীতে কম নয়। তবে এবার মানুষ নয় বন্ধুত্বের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করল কুকুর। প্রায় ৭ দিন ধরে জলাশয়ে পড়ে যাওয়া একটি কুকুরকে পাহারা দিয়ে যাচ্ছে তার আরেক কুকুর বন্ধু। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। ওয়াশিংটনের একটি পশু আশ্রয়কেন্দ্র জানিয়েছে, প্রায় ১ সপ্তাহ আগে সেখানকার ভ্যাশন দ্বীপের একটি জলাশয়ে পড়ে যায় একটি কুকুর। পড়ে যাওয়ার পর জলাশয়ে ভেসে থাকা একটি কাঠের টুকরার উপর ১ সপ্তাহ ধরে ভেসে আছে কুকুরটি। আর এই সময়ের পুরোটাই তার পাশে ছিল তার বন্ধু টিল্লি নামের মিশ্র জাতের একটি কুকুর। জলাশয়ে পড়ে যাওয়া কুকরটি সম্পর্কে আশেপাশের মানুষকে জানাতেই শুধু স্থানটি ছেড়েছিল টিল্লি। পশু আশ্রয়কেন্দ্রের সংরক্ষক অ্যামি কেরি জানান, প্রায় ৭ দিন ধরে তারা কুকুর দুটিকে খুঁজে আসছিলেন। পরে একজন লোক তাদেরকে জানালে তারা জলাশয়ের ধারে কুকুর দুটিকে খুঁজে পান। কুকুর দুটি ছিল ঠা-ায় আক্রান্ত এবং ক্ষুধার্ত। তবে তাদের কোন ক্ষতি হয়নি। তিনি বলেন, ‘ঘটনাটি সত্যিকার অর্থেই অসাধারণ।