Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

befl;ghmkldfgmkr4খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫:সীতাকুণ্ডে জাতীয়তাবাদী তরুণদলের সাধারণ সম্পাদক ও কয়েকটি নাশকতা মামলার আসামি মোঃ আযম খানকে গ্রেপ্তার করতে না পেরে তার বৃদ্ধ মা নুর জাহান বেগমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও রোববার সকালে নুর জাহান বেগমকে মাদক মামলার আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৪ লিটার মাদক উদ্ধার দেখানো হয়।
বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যানের ছাদাকাত উল্ল্যাহ বলেন, তিনি খোঁজখবর নিয়ে দেখেছেন, নুর জাহান বেগম মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত নয়। তাই তিনি রোববার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে পুলিশের এ ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নুর জাহান বেগমের ছেলে আযম খান ২০১৩ সালে নাশকতার ঘটনায় দায়ের করা চারটি মামলার আসামি। ওই ছেলে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে।
আযম খানের অভিযোগ, পুলিশ শনিবার রাতে তাদের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায়। তাকে না পেয়ে তার বৃদ্ধ মায়ের ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তার মা প্রতিবাদ করলে পুলিশ তাদের রান্নাঘরে ৮৪ লিটার মদের কেন্টিন রেখে ওই মদ উদ্ধার দেখিয়ে তার মাকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দিয়েছিল সীতাকুণ্ড থানার উপপরিদর্শক(এসআই) নাজমুল হাসান।
জানতে চাইলে নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি মদ থাকার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। ওই মহিলার রান্নাঘরে ৮৪ লিটার পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।