খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারত এ দলের কাছে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ এ দল। রোববার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত এ দল। নির্ধারীত ৫০ ওভারে স্বাগতিকদের করা ২৯৭ রানের জবাবে ৩২ ওভারে ১৪১ রান করে বাংলাদেশ এ দল। এর আগে ভারত এ দলের পক্ষে সুরেশ রায়না ১০৪ ও সঞ্জু স্যামসন ৯০ রান করেন। রোববার ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় গত ম্যাচ জেতা বাংলাদেশ এ। ২ ওভার ৩ বলের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বৃষ্টি নামলে খেলা কমিয়ে ৪৬ ওভার করা হয়। বাংলাদেশ ও দলের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯০ রান। দলীয় ২৪ রানের মাথায় রনি তালুকদার ও ৬৮ রানে লিটন দাশের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ এ দল। ৭৭ রানে মুমিনুল ও ১২৫ রানে গত ম্যাচের নায়ক নাসির হোসেনকে হারায় সফরকারীরা। এরমধ্যেই আবার ৩২ ওভারে ২১৭ রানের নতুন লক্ষ্য দেওয়া হয় বাংলাদেশ এ দলকে। শেষ পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ এ দল। সফরকারীদের পক্ষে সাব্বির ৪১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মুমিনুল ৩৭, নাসির ২২ ও লিটন ২১ রান করেন।