খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
রাশিয়ার সঙ্গে জরুরি যুদ্ধের পরিকল্পনা ও পর্যালোচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ার তৎপরতার জন্যই এ পরিকল্পনা নিতে বাধ্য হচ্ছে তারা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম মস্কোর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্র সব সময়ই জরুরি যুদ্ধের পরিকল্পনা করে রাখে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত এক মার্কিন কর্মকর্তা ‘ফরেন পলিসি’ সাময়িকীকে এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার তৎপরতার ফলে সৃষ্ট নিরাপত্তা পরিবেশের কারণে যুদ্ধ পরিকল্পনার উন্নয়ন ঘটানো জরুরি হয়ে দেখা দিয়েছে বলে তিনি দাবি করেন। ন্যাটো মিত্রদের বিরুদ্ধে রুশ সম্ভাব্য আগ্রাসনের জবাব দেয়ার জন্য পরিকল্পনার উন্নয়ন ঘটাতে হবে বলে দাবি করেন তিনি। ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ গ্রহণ করছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন আন্ডার সেক্রেটারি এবং নিউ আমেরিকার সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা মিশেল ফ্লোরনোয়। তার ভাষায়, ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে আমেরিকা পুরনো পরিকল্পনার উন্নয়ন করতে বাধ্য হচ্ছে। পুরনো যুদ্ধ পরিকল্পনা অনেকটাই থেমে গেছে বলেও দাবি করেন তিনি।