খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
আগামী বছরের মধ্যেই দেশে নতুন জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে শনিবার দ্বিতীয় দফা বৈঠককালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, চোখের চিকিৎসার জন্য লন্ডনে এসে প্রথম দুইদিন ম্যাডাম (খালেদা জিয়া) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পারিবারিক আবহে সময় কাটান। এরপর শুক্রবার থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার বৈঠকে নেতাকমীদের প্রবাসেও বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা করার নির্দেশ দেন। এ সময় তিনি (খালেদা জিয়া) আগামী বছরের মধ্যেই দেশে নতুন করে জাতীয় নির্বাচন হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গুম ও খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সচেতনতা সৃষ্টির জন্য যুক্তরাজ্য বিএনপিকে আরও সক্রিয় হওয়ারও পরামর্শ দেন তিনি। মালেক জানান, পবিত্র ঈদের দিন দলের নেতাকর্মী ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বিএনপি নেত্রীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্যারারি ওয়ার্ফের রেডিসন হোটেলে স্যুইট ভাড়া করলেও থাকছেন কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে দুই পুত্রবধু ও তাদের তিন সন্তানদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন তিনি।