Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
7মালয়েশিয়ার কুয়ালালামপুরে ষষ্ঠ সুয়েনসেন এইজ গ্রুপ র‌্যাপিড দাবায় অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে অপরাজিত থেকে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান। ফাহাদ ১২তম মালয়েশিয়া দাবা ফেস্টিভ্যালের এই গ্রুপে সেরা হয়েছেন। রবিবার অনুষ্ঠিত অনূর্ধ্ব-১২ গ্রুপে ফাহাদসহ ৪ জন খেলোয়াড় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করেছেন। পরে টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ স্বর্ণপদক পেয়েছেন। অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে ৬টি দেশের ১২৬জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করল ফাহাদ।