খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
খালাসের সময় চট্টগ্রাম বন্দরে ভারতীয় মুদ্রাবোঝাই একটি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কন্টেইনারটি আটক করা হয়। কন্টেইনারটি দুবাই থেকে আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মঈনুল খান বলেন, ‘খালাসের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কন্টেইনার আটক করা হয়েছে। কন্টেইনারের একটি কার্টনে ভারতীয় মুদ্রা পাওয়া গেছে। কন্টেইনারের বাকি কার্টনগুলোতে আরো মুদ্রা পাওয়া যেতে পারে।