খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
পটুয়াখালীর সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুরে ডাকাতের গুলিতে শাহজাহান হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টার দিকে পশ্চিম আউলিয়াপুরে মন্নান মাস্টারের বাড়িতে ১০-১২ জন ডাকাতের একটি সংঘবদ্ধ দল হানা দেয়। ডাকাতরা বাড়ির কলাপসিবল গেটের তালা ও দু’টি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মান্নান মাস্টার পুলিশ ও এলাকাবাসীকে ফোনে বিষয়টি জানান। তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা পালাবার পথ না পেয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে প্রতিবেশী শাহজাহান হাওলাদার রাস্তায় ডাকাতদের সামনে পড়লে তাকে গুলি করে তারা। ঘাড়ে রাইফেলের গুলি লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।