Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
19গ্রিসের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে এ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি। দেশটিতে গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করল দলটি। খবর বিবিসি ও আলজাজিরার।
অর্থনৈতিক সমস্যায় ভুগা দেশটিতে ছয় বছরের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ নির্বাচনে জয়লাভের পর এটাকে ‘জনগণের জয়’ বলে উল্লেখ করেছেন সিপ্রাস। গ্রিস কঠিন পথ পাড়ি দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সিপ্রাসের এ বক্তব্যের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে রক্ষণশীল দল নিউ ডেমোক্রসি পার্টি। আগের সরকারেও প্রধান বিরোধী দল ছিল তারা।
এ পর্যন্ত মোট ভোটের ৬০ শতাংশ গণনা করা হয়েছে। এতে দেখা গেছে এবারও জোট গঠনের মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে সিরিজা পার্টিকে। অবশ্য ইতোমধ্যে গতবারের জোটভুক্ত দল ডানপন্থী ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস জোট গঠনে সম্মতির কথা জানিয়েছে।
এ পর্যন্ত গণনা করা ভোটে দেখা গেছে, সিরিজা পার্টি পেয়েছে ৩৫ শতাংশ, নিউ ডেমোক্রসি ২৮ শতাংশ, গোল্ডেন ডন ৭ দশমিক ১ শতাংশ ও ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস ৩ দশমিক ৭ শতাংশ ভোট লাভ করেছে।
ভোট অনুযায়ী পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে সিরিজা পার্টি লাভ করতে যাচ্ছে ১৪৫টি আসন। গত জানুয়ারির নির্বাচনে ১৪৯টি আসন লাভ করেছিল দলটি।
অপরদিকে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পাবে ১০টি আসন। দেশটির পার্লামেন্টে সরকার গঠন করতে হলে অন্তত ১৫০টি আসন প্রয়োজন হয়।
এবার অবশ্য ভোটারের হার কমেছে। গত জানুয়ারির নির্বাচনে মোট ভোটারের ৬৩ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করলেও এবার এ হার ৫৫ শতাংশ।
গত নির্বাচনে কৃচ্ছ্রসাধন বিরোধী প্রচারণা চালিয়ে সিরিজা পার্টি জয়ী হলেও শেষ পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধারে (বেইলআউট) পুরনো পথেই ফিরে যান সিপ্রাস। কিছুদিন আগে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে মোট ৯ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ নেওয়ার চুক্তি করে সিপ্রাস সরকার।
বিষয়টি নিয়ে দল ও দলের বাইরে নানা আলোচনা-সমালোচনার মাঝে পদত্যাগের পর আগাম নির্বাচন দেন সিপ্রাস।