Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
34গ্যাস সঙ্কটের কারণে টানা ৪ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে সারকারখানার উৎপাদন শুরু হয়। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, সারকারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কারণে সোমবার সকাল থেকে উৎপান শুরু হয়েছে। উল্লেখ্য, গত ১২ মে গ্যাস সঙ্কটের কারণে সরকারি নির্দেশনা অনুযাী আশুগঞ্জ সারকারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। তবে গ্যাস সঙ্কট কেটে যাওয়ায় এবং সরকারি নির্দেশনা অনুযাী সোমবার সকাল থেকে উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সারকারখানা।