Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
38খুলনা স্টেডিয়ামের নৈশপ্রহরী আব্দুল জলিলকে (৬০) নির্মাণ শ্রমিকরা কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা স্টেডিয়ামে রবিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা জেলা স্টেডিয়ামের সাধারণ সম্পাদক শামীম আহসান জানান, রাতে জেলা স্টেডিয়ামে কর্মরত দুই নির্মাণ শ্রমিকের মজুরির টাকা চুরি নিয়ে প্রথমে বিরোধ ও পরে মারামারি হয়। এ সময় নৈশপ্রহরী জলিল গিয়ে তাদের থামান। অভিযুক্ত শ্রমিককে জলিল তার কক্ষে আটকে রাখেন এবং সকালে স্টেডিয়ামের সাধারণ সম্পাদক এলে বিচার করা হবে বলে জানান।
তিনি আরও জানান, পরে জলিল ঘুমিয়ে পড়লে আটকে থাকা শ্রমিক ও তার সহযোগীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে খুলনা থানা পুলিশ।
খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে তিন শ্রমিক পলাতক রয়েছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি বলেও জানিয়েছেন ওসি।