খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির মধ্য দিয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন চলছে।
তবে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি সত্ত্বেও লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সূচকে এর তেমন প্রভাব দেখা যায়নি।
সোমবার সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়ে লেনদেন হচ্ছে ১২৮টি ও দর কমে লেনদেন হচ্ছে ৮৭টি কোম্পানির শেয়ার। আর আগের দিনের দরে অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে ৫৫টি কোম্পানির শেয়ার।
উল্লেখিত সময় পর্যন্ত ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছিল। এছাড়া ডিএসই-এস ও ডিএসই ৩০ সূচক যথাক্রমে আগের দিনের ১ হাজার ১৮৫ ও ১ হাজার ৮৫০ পয়েন্টেই অবস্থান করছিল।
দিনের লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে প্রায় ১০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন চলছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে মোট ১৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়ে লেনদেন হচ্ছে ৭৩টি ও কমে লেনদেন হচ্ছে ৫৩টি কোম্পানির শেয়ার। আর ২২টি কোম্পানির শেয়ার আগের দিনের দরে অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে।
বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির প্রভাবে ডিএসইর মতো সিএসইতেও সূচকে তেমন প্রভাব দেখা যাচ্ছে না।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সিএসই-৫০ সূচক আগের দিনের ১ হাজার ৭৮ পয়েন্টেই অবস্থান করছিল। তবে সিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৫ পয়েন্টে উঠেছে। এছাড়া সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৯ হাজার ১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে ও সিএসআই সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছিল।
দিনের প্রথম ঘণ্টার লেনদেনে সিএসইতে প্রায় সাড়ে ৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।