Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
49ভারতের ক্রিকেট বোর্ডের বিসিসিআই সভাপতি এবং আইসিসির সাবেক সভাপতি জাগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা বিশ্বের ক্রিকেটের উন্নয়নে ডালমিয়ার অবদানের কথা স্মরণ করে শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডালমিয়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের শুভাকাঙ্খী। ‘তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি হলো’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেহী আত্মার শান্তি কামনা করে ডালমিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়াও ভারতের ক্রীড়া জগতের এই মহান প্রশাসকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবং পরিকল্পনা মন্ত্রী ও আইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।