Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
61যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দলীয় লিফলেট, বইসহ বিভিন্ন প্রকাশনা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। সোমবার ভোরে শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানান। এসপি জানান, আটক তানজীব যশোর সরকারি সিটি কলেজের অনার্সের ছাত্র এবং শহরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের আব্দুল আজিজের ছেলে। তানজীবের বাবা আব্দুল আজিজ মিশরে থাকেন। তার পাঠানো এই ল্যাপটপে হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ ছাড়াও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বিভিন্ন ভিডিও বার্তা রয়েছে। এই পুরো পরিবারটিই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তানজীবের বোন ও ভগ্নিপতিও এই সংগঠনের সদস্য। এছাড়া যশোরের ধর্মতলা মোড়ের ছুটিপুর সড়কের আব্দুস সালামের ছেলে রায়হানও (২২) হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। এদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের পর সারাদেশেই এর ওপর বিশেষ নজরদারি শুরু হয়। এরপর পুলিশ হেডকোয়ার্টারের কারিগরি সহযোগিতায় জঙ্গি সদস্য তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ লিফলেট, কাগজপত্র জব্দ করা হয়। প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ প্রমুখ।