খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
৩০০ গোলের মাইলফক স্পর্শ করলের রোমার জীবন্ত কিংবদন্তি ফ্যান্সিসকো টোট্টি। ইতালিয়ান সিরি আ’য় রোববার তার দল ২-২ গোলে ড্র করেছে সসুওলোর সঙ্গে। ওই ম্যাচে ৩৬ মিনিটে একটি গোল করেন ‘কিং অব রোম’ বলে পরিচিতি ফ্যান্সিসকো টোট্টি। এটি ছিল ইতালির ক্লাব রোমার হয়ে তার ৩০০তম গোল। ৭৪৫ ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। ১৯৯২ সালে মাত্র ১৫ বছর বয়সে ইতালির এ ক্লাবটিতে যোগ দেন তিনি। রোমা ছাড়া আর কোনো ক্লাবে তিনি খেলেন নি। এই নিয়ে টানা ২৪ মওসুমে ক্লাবটির হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। অনেকে রোমে খ্রিস্টান পাদ্রির চেয়ে টোট্টির প্রভাব বেশি বলে মনে করেন। ক্লাবের হয়ে তিনি প্রথম গোলটি করেন ১৯৯৪ সালে ১৭ বছর বয়সে ফোগিয়ার বিপক্ষে। গোলটি ছিল ৪ সেপ্টেম্বর। ২১ বছর পর ঠিক একই মাসে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন। ৩৯তম জন্মদিনের মাত্র এক সপ্তাহ আগে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। রোমার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার ইতিহাস অনেকদিন আগেই নিজের করে নিয়েছেন টোট্টি। দ্বিতীয় সর্বাধিক ৪৫০ ম্যাচ খেলার রেকর্ড সাবেক ডিফেন্ডার গিয়াকোমা লুসির। এছাড়া রোমার হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটাও টোট্টির দখলে। ৩১৫ ম্যাচে ১৩৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রবার্তো প্রুজো। এছাড়া ইতালিয়ান সিরি আ’তেও সর্বাধিক গোলের তালিকায় তার নাম দ্বিতয়ি স্থানে। ৫৩৭ ম্যাচে ২৭৪ গোল নিয়ে সবার ওপরে আছেন সিলভিও পিওলা। ১৯২৯ থেকে ১৯৫৪ সালের মধ্যে ল্যাজিও, তোরিনো ও জুভেন্টাসের হয়ে খেলেন। ১৯৯৬ সালে ৮৩ বছর বয়সে তিনি মারা যান। টোট্টি তার ৩০০ গোলের ইতালিয়ান সিরি আ’য় ২৪৪, কোপা ইতালিয়ায় ১৭, ইউরোপিয়ার লড়াইয়ে ৩৮ ও ইতালিয়ান সুপার কাপে ১ গোল করেন। ইতালিয়ান সিরি আ’য় তিনি এখন পর্যন্ত খেলেছেন ৫৯০ ম্যাচ। ইতালির এই লীগে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় তার নাম চতুর্থ স্থানে। সর্বাধিক ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড কিংবদন্তি পাওলো মালদিনির।