Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
77সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রার্থী হবেন তাঁর স্ত্রী সায়রা মহসীন। এ কথা জানিয়েছেন প্রয়াত মন্ত্রীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন। প্রয়াত মহসিন কন্যা সানজিদা শরমিন বলেন,আমার বাবার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। তিনি মৌলভীবাজারকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ছিলেন। এই স্বপ্নগুলো পূরণ করতে মৌলভীবাজারবাসী এই আসনে আমার মাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। দলীয় নেতাকর্মীরাও চাচ্ছেন মা যেন প্রার্থী হন। আমরাও শোকাহত মৌলভীবাজারবাসী ও দলীয় নেতাকর্মীর এ দাবির কথাগুলো মাকে জানিয়েছি। কিন্তু আব্বার মৃত্যুতে মা মানসিকভাবে বিধ্বস্ত থাকায় তিনি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা বলেননি। আশা করছি,দু’একদিনের মধ্যে তিনি প্রার্থিতার ব্যাপারে সম্মতি জানাবেন। ইতোমধ্যে সায়রা মহসীনের পক্ষে প্রচারণা শুরু করেছেন তাঁর সমর্থকরা। এদিকে,ফেসবুকে ‘সায়রা মহসীনকে এমপি হিসেবে দেখতে চাই’ নামে একটি পেজ খোলা হয়েছে । এ সম্পর্কে সানজিদা শারমিন বলেন,এটি দলীয় নেতাকর্মী ও আব্বার অনুসারীরাই খুলেছেন। মহসীন কন্যা আরও বলেন, আব্বা বেঁচে থাকতে আমাদের বাসার দরজা যেমন সকলের জন্য খোলা ছিলো, ঠিক তেমনি এখনও সব মানুষের জন্য খোলা রয়েছে,ভবিষ্যতেও থাকবে। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। ১৬ সেপ্টেম্বর তাকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারের পশ্চিম পাশে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।