খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
সাগরে লঘুচাপের প্রভাবে গত দু’দিন বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবার ঈদের সকালে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় রোদেলা আবহাওয়া থাকতে পারে। আবার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।” আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বলেন, “ভারি বর্ষণের শঙ্কা কম। কখনো রোদ, কখনো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় ঈদ জামাত বিঘিœত হওয়ার শঙ্কা তেমন দেখছি না।” আবহাওয়ার মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ এবং দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার ‘সামান্য পরিবর্তন’ হতে পারে বলে অধিদপ্তর জানিয়েছে। শাহ আলম বলেন, “ঈদ সামনে রেখে সরকারের নানা প্রস্তুতি চূড়ান্ত করা হবে। এ কারণে ঈদের দিনের পূর্বাভাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জানানো হবে।” আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে। সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। “মঙ্গলবার থেকে বৃষ্টি কমে আসবে। লঘুচাপ দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্কতা সংকেতও নামিয়ে নেওয়া হবে। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হয়ে ঈদের দিন রোদেলা আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি।” আগামী দু’দিনের পরিস্থিতি পর্যালোচনা করে ঈদের দিনের ‘চূড়ান্ত পূর্বাভাস’ দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।