Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
88অশোধিত এবং পরিশোধিত তেল ক্রয়ের লক্ষ্যে ১৫ বছরের মধ্যে প্রথম কোন দরপত্র আহবান করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি তেল ক্রয়ের বিকল্প পদক্ষেপ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের বাজারে সাধারণ ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ সৃষ্টি হলো। ব্যবসায়ীরা বলছেন, এমন একটা সময়ে এ পদক্ষেপ নেওয়া হলো যখন চীনের অর্থনৈতিক অবস্থা তুলনামূলক খারাপ হওয়ায় তেলের সরবরাহ বেড়ে গেছে এবং চাহিদা কমে গেছে। এটি এশিয়ার তেলের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। বিপিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ মাসেই টেন্ডার আহবানের কাজ সম্পন্ন করা হবে। বিপিসির চেয়ারম্যান এ.এম বদরুদ্দোজা বলেন, ‘২০১৬ সালের মোট চাহিদার ২০ থেকে ২৫ ভাগ তেল এ টেন্ডারের মাধ্যমে কেনা হবে।’ তিনি আরও বলেন, এ টেন্ডারের মাধ্যমে তারা দুই থেকে আড়াই লাখ টন অশোধিত তেল এবং ৮ লাখ টন পরিশোধিত তেল কিনবেন। তিনি বলেন, ‘প্রায় ১৫ বছরের একটি বিরতির পর আমরা অশোধিত এবং পরিশোধিত তেল কিনতে আবার টেন্ডার পদ্ধতিতে ফিরে যাচ্ছি। আমরা এটি করতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে। এতে সুবিধা পাওয়া গেলে আমরা আবার টেন্ডার আহবান করবো।’ প্রতি বছর বিপিসি প্রায় ৫.৫ মিলিয়ন অশোধিত এবং পরিশোধিত তেল আমদানি করে থাকে। এর মধ্যে ১.৩ মিলিয়ন ক্রয় করে সৌদি আরবের আরমাকো এবং আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে। বিপিসি তার পূর্বাঞ্চলীয় শোধনাগারের জন্য এ বছর আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে ৭ লাখ টন এবং সৌদি আরবের আরমাকোর কাছ থেকে ৬ লাখ টন অশোধিত তেল কিনেছে। ২০১৫ সালের দ্বিতীয়ার্ধের জন্য পরিশোধিত তেল কিনতে বিপিসি ১৩ টি কোম্পানির সাথে চুক্তি করেছে। সিঙ্গাপুরভিত্তিক একজন ব্যবসায়ী বলেন, ‘আমি মনে করি এতে বাংলাদেশে বাণিজ্যের পথ উন্মুক্ত হবে যা এতোদিন সম্ভব ছিলো না। এতোদিন তেল সরবরাহকারী কোম্পানিগুলো ছিল সরকারী কোম্পানি। তাই সাধারণ ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারেনি।