Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
89জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ ও শেষ দিনেও ছিল বৃষ্টির দাপট। অনুমিতভাবে প্রথম রাউন্ডের চারটি ম্যাচই ড্র হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার প্রয়াণকে ঘিরে। শুধু ভারতে নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় আইসিসির এই সাবেক সভাপতি। সোমবার ফতুল্লা ও খুলনায় দুটি ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। খেলোয়াড়রা হাতে কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিন খেলা হয়নি। চতুর্থ দিনে মাত্র চার ওভার খেলা হয়েছে। সিলেট বিভাগ দ্বিতীয় দিন শেষ করেছিল আট উইকেটে ৩৫২ রান নিয়ে। সোমবার সকালেই তারা প্রথম ইনিংস ঘোষণা করে। চট্টগ্রাম ব্যাট করতে নেমে চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হতে পারেনি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগের লড়াইয়েরও মীমাংসা হয়নি। প্রথম ইনিংসে ঢাকা বিভাগ ১৮৭ রান করেছিল। জবাবে সাকিব আল হাসানের খুলনা চার উইকেটে ১৬৮ রান নিয়ে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৪০ রান করে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-রাজশাহী ম্যাচে চতুর্থ দিনেও খেলা হয়নি। বরিশালের ছুড়ে দেওয়া ৩৭০ রানের বিপরীতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের রাজশাহী দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান করেছিল দ্বিতীয় দিনশেষে। প্রথম ইনিংসে বরিশালের ৩০২ রানের জবাব দিতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। এরপর শাহরিয়ার নাফিসের বরিশালের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৬০ রানে। একই অবস্থা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রো-রংপুর বিভাগের ম্যাচেও। তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও একটিও বল মাঠে গড়াতে পারেনি। মাহমুদউল্লাহর ঢাকা মেট্রোর ২৩৮ রানের জবাবে রংপুর ৫ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল।