Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
91নতুন দুটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চূড়ান্ত অনুমোদন পাওয়া আইন দুটি হলো-পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ আইন) ২০১৫ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৫। একইসঙ্গে সভায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এই নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইঞা সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভবিষ্যতে সরকারি খাতের সব ট্রাস্ট একই ছাতার নিচে আনতে ট্রাস্ট আইন করতে সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ আইন) ২০১৫ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যমান ভূমি অধিগ্রহণ আইনের বাইরে এ আইনে কিছু বিশেষ বিধান রাখা হয়েছে। প্রক্রিয়াটি দ্রুত করার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রস্তাবিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অর্থ ছাড়ের ৬০ দিনের মধ্যে তা ভূমি মালিকের কাছে সরবরাহ করতে হবে। এ ছাড়া অধিগ্রহণ করা ভূমিতে যেন কেউ আইনি কারসাজি করে ভূমির শ্রেণি পরিবর্তন, কোনও স্থাপনা তৈরি করে বেশি ক্ষতিপূরণ দাবি করতে না পারে সে বিষয়ে বিধান রাখা হচ্ছে।’ চূড়ান্ত হওয়া দ্বিতীয় আইনটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইনের বিদ্যমান কাঠামোটি দুর্বল। সড়ক পরিবহন ব্যবস্থা যুগোপযোগী ও টেকসই করতে আইনটি প্রণয়ন করা হচ্ছে।’ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় এবং বাংলাদেশের দুজন বিচারপতি আন্তর্জাতিক সালিশি আদালতের সদস্য নির্বাচিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।