Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
92গ্রাহকদের জন্য মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলানোর সুযোগ (এমএনপি) করে দিতে এ সংক্রান্ত নীতিমালায় অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী বছরের শুরুতেই গ্রাহকরা এ সুবিধা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী সোমবার বলেন, “এমএনপি চালু করতে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।” মঙ্গলবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এমএনপি প্রক্রিয়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “নীতিমালা অনুসারে এমএনপি চালু করতে দরপত্র আহ্বান করা ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে সময় প্রয়োজন হবে। আশা করছি, আগামী বছরের শুরুতে জানুয়ারি বা ফেব্র“য়ারিতে গ্রাহকরা এমএনপি সেবা পেতে শুরু করবেন।