খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
রাষ্ট্রীয় মর্যাদায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার শেষকৃত্যানুষ্ঠান হয়েছে। কলকাতার কেওড়াতলা শ্মশানে ক্রিকেট বিশ্বায়নের নায়ক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধুকে শেষ বিদায় জানান ভারতীয় ক্রিকেটের শীর্ষ কর্মকর্তারা। তার মৃত্যুতে শোকাহত ক্রিকেট দুনিয়া। হাসপাতাল থেকে রোববার রাতেই নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় ডালমিয়ার মরদেহ। সোমবার সকালে শুরু হয় তার অন্তিম যাত্রা। ইডেন গার্ডেন্সের লনে দুপুরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় জগমোহন ডালমিয়ার শবাধার। তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রবি শাস্ত্রি, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আইসিসি’র সাবেক সভাপতি শারদ পাওয়ার, চেয়ারম্যান শ্রীনিবাসনসহ শীর্ষ ক্রিকেট ব্যক্তিত্বরা। বিকেলে কলকাতার কেওড়াতলা শশ্মানে রাষ্ট্রীয় মর্যাদায় হয়েছে অন্ত্যোষ্টিক্রিয়া। এক সফল জীবনের পরিসমাপ্তি ঘটলেও, তিন যুগের পরিশ্রমে ক্রিকেট বিশ্বায়নে অতুলনীয় সাফল্য পাওয়া ভারতীয় ক্রিকেটের ‘বিগ-বস’ রয়ে গেলেন হাজারো ক্রিকেট ভক্তের মনের মনিকোঠায়। ক্রিকেট প্রশাসকের পাশপাশি সমাজ সেবায় জড়িত ডালমিয়া মরনত্তোর চক্ষুদান করে গেছেন। অকৃত্রিম বন্ধুর চিরবিদায়ে ক্রিকেট দুনিয়াজুড়ে চলছে শোকের মাতম। সেই শোকের মিছিলে কে নেই? গাভাসকার, শচীন, ধোনি, কোহলি, অনিল কুম্বলে কিংবা শাহরুখ খান, যুবরাজ সিংদের সঙ্গে আছেন বাংলাদেশের সাকিব। ফেসবুকে প্রয়াত ডালমিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান অলরাউন্ডার। টাইগারদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ অবদান যার, সেই ডালমিয়ার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে বাংলাদেশকেও। ডালমিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জাতীয় লিগের শেষদিনের খেলা শুরু’র আগে এক মিনিট নীরবতা পালন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে বিসিবি।