Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫ :

5জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আজ রাত আটটার পর পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট (www.nu.edu.bd)ও (www.nubd.info) থেকে জানা যাবে। মোবাইলে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu space deg space roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন।

এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়।