Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
100মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী আইএসে (ইসলামিক স্টেট) যোগ দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক ভারতীয় হিন্দু নারী। খবর জি-নিউজের। দিল্লি থেকে তুরস্ক হয়ে সিরিয়াতে যাবার পরিকল্পনা করেছিল ওই নারী। তাকে এখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) হাতে তুলে দেয়া হয়েছে। ২০ বছর বয়সী ওই নারী দিল্লি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লেখাপড়া শেষ করে অস্ট্রেলিয়া গিয়েছিল উচ্চশিক্ষা নিতে। সেখানে যাওয়ার পর তার ব্যক্তিত্ব সম্পূর্ণ রূপে বদলে যায়। এক নতুন মানুষ হিসেবে সে তার পরিবারের কাছে ফেরে। আটক নারীর বাবা ভারতীয় সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত কর্নেল। তিনি মেয়ের কম্পিউটার ঘেঁটে সিরিয়া যাবার পরিকল্পনার ইংগিত পেয়েছেন বলে এনআইকে জানিয়েছেন। এর আগে দুই ভারতীয়কে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইএসের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ ছিল।